‘বাদাম…বাদাম…দাদা কাঁচা বাদাম…আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানটি যেভাবে তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছিল ঠিক তাড়াতাড়ি যেন নিভে গেল। আজকাল সোশ্যাল মিডিয়া যেন ভাইরাল বাদাম কাকুর কথা তো শোনাই যায়না। কোথায় হারিয়ে গেলেন ভুবন বাদ্যকর?
এক সংবাদমাধ্যম থেকে ‘কাঁচা বাদাম’ গানের গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে নিজের দুরাবস্থার কথা জানালেন বাদামকাকু। রাতারাতি জনপ্রিয়তা পেয়েই যার হাতে একগুচ্ছ কাজ ছিল, সেই বাদামকাকুর হাতে নাকি এখন কাজ নেই। খুব কষ্ট করেই দিন কাটছে তার।
টিভি নাইন বাংলাকে ভুবনবাবু জানিয়েছেন, “তাঁকে ঠকানো হয়েছে। তার গান চুরি করে কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এমন অবস্থা এখন ভুবনবাবু নিজের গানে বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ করে দেওয়া হচ্ছে”।
বাদাম কাকু জানান, “আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে”।
তার গানের কপিরাইট কিনেছে অন্যজন, তাই গান গাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। কাঁদো কাঁদো গলায় জানান, নতুন গান বাঁধার কথা ভাবছেন কিন্তু তার মন ভেঙে গেছে। হাতে কাজ নেই, বেশ কষ্ট করেই নাকি দিন কাটছে তার।
Source: bangla . hindustantimes . com