‘সবার জীবনে শোক রয়েছে, সেটা কাটিয়ে ওঠা যায়না কিন্তু কাজ তো করতে হয়’, বললেন অভিনেতা সব্যসাচী চৌধুরী

অভিনেতা সব্যসাচী চৌধুরী

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা’র মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত একাউন্ট ডিলিট করে দিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এমনকি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ রাখেননি। তবে দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরছেন ‘রামপ্রসাদ’ হয়ে। নিজের কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে tv9bangla এক সাক্ষাৎকারে নতুন প্রোজেক্ট নিয়ে আলোচনা করেন অভিনেতা।

tv9bangla এই সাক্ষাৎকারে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল কাজে ফিরছেন? উত্তরে অভিনেতা জানান, হ্যাঁ, বহুদিন ধরেই নতুন প্রোজেক্ট নিয়ে কথাবার্তা চলছিল। কখনো কখনো আমার হয়নি আবার কখনো ওদের পছন্দ হয়নি। অবশেষে এগানো হচ্ছে, প্রোমো হয়েছে কিন্তু শুটিং এখনো বাকি রয়েছে।

ক্লিন শেভড নাকি পছন্দ করতেন না ঐন্দ্রিলা, কিন্তু কাজের জন্য কথা রাখতে পারেননি ঐন্দ্রিলার। এমনটাই আক্ষেপ ছিল অভিনেতার। এই প্রসঙ্গে সব্যসাচী জানান, “হ্যাঁ, প্রায় চার বছর পর ক্লিন শেভ করলাম। কাজের জন্য দরকার হলে তো করতেই হবে। যেমন বামার জন্য ওজন বাড়াতে হয়েছিল অনেকটা”।

নতুন ধারাবাহিকে প্রসঙ্গে অভিনেতা জানান, “আমি সোশ্যাল মিডিয়ায় নেই। তাই ধারাবাহিকের প্রোমো মানুষের পছন্দ হয়েছে কিনা বা ভালোবাসা পেয়েছে কিনা সত্যিই জানিনা। তবে যাদের মনে হচ্ছে শোক ভুলে গিয়ে আমি ফিরছি তাদের বলি আমি কোথাও রিটায়ার করে চলে যাইনি। তারাপিঠ শেষ হওয়ার পর আমি নিজেই বলেছিলাম কিছুদিন বিরতি নিয়ে পর্দায় ফিরব। আমি তো খুব প্রিভিলেজড। আমি কেমন আছি জানতে এত লোক খবর নিচ্ছেন। সবার জীবনে শোক রয়েছে, সেটা কাটিয়ে ওঠা যায়না কিন্তু কাজ তো করতে হয়”।

অভিনেতা আরও জানান, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনদিন সক্রিয় ছিলাম না। আমার কোনও পেজও নেই। ঐন্দ্রিলা লিখতে উৎসাহ দিত। সেই লেখা শেয়ার করতাম, লোকে পরতেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কোনওদিনই চাইনি।

সোশ্যাল মিডিয়ায় তিনি এখন শ্রেষ্ঠ প্রেমিক। এই প্রসঙ্গে সব্যসাচী বলেন, “আমি বিশ্বাস করি আমি যা করেছি তা খুবই সাধারণ। প্রিয়জন অসুস্থ হলে মানুষ পাশে থাকবে সেটাই তো স্বাভাবিক। যদি আমার মায়ের কিছু হতো, আমার বাবাও তো পাশে থাকত, আমি তো সেটা দেখেই বড় হয়েছি”।

Source: tv9bangla . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here