অবশেষে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন নায়িকা! দিতিপ্রিয়ার জায়গা নিল নবাগতা শিরিন পাল

চিরদিনই তুমি যে আমার

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে চর্চা চলছিল তা হল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কে হবে ‘আর্য’র নায়িকা? গত সাত দিন ধরে ধারাবাহিক থেকে দিতিপ্রিয়া সরে যাওয়ার পড়েই খোঁজ চলছিল নতুন অপর্নার? এমনকি অপর্না চরিত্রে দেখা যেতে পারে এমন সম্ভাব্য অনেক অভিনেত্রীর নামই উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত খোঁজ মিলল নতুন অপর্ণার!

যোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষর তরফে যে চারজনের লুক সেট হয়েছিল তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হল একজনকে। সূত্র বলছে, আর কোনও চেনা মুখ নয়। ‘অপর্ণা’ হিসাবে ছোটপর্দায় দেখা যাবে শিরিন পাল কে। ছোটপর্দায় এটা শিরিনের প্রথম কাজ। ঝাড়গ্রামের মেয়ে শিরিনের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল থিয়েটারে। জি-ফাইভের  বুলেট সিরিজ ‘ফাঁদ’-এও দেখা গিয়েছিল তাকে।

‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে নাকি একটি দলও আছে অভিনেত্রীর মা-বাবার। ঝাড়গ্রামেই নাকি শিরিনের বেড়ে ওঠা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন অভিনেত্রী। এখন মাস্টার্সের ছাত্রী। শোনা যাচ্ছে, অভিনেত্রী বিশেষ বন্ধুও অভিনয়ের সঙ্গে যুক্ত।

অপর্না চরিত্রে সুযোগ পেয়ে কেমন লাগছে অভিনেত্রীর? শিরিনের কথায়, “পাঁচ বছর ধরে কলকাতায় আছি। ‘ঝাড়্গ্রাম কথাকৃতি’র হাত ধরেই আমার অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল। ছোটপর্দায় প্রথম কাজ শুরু করছি। আশা, আরও অনেক কিছু শিখতে পারব।”

এবার জিতু- শিরিনের নতুন জুটি দর্শকের কতটা মন জয় করতে পারবে তা সময় বলবে। কবে থেকে শুরু হবে শিরিনের শুটিং, তা এখনও পর্যন্ত জানা যায়নি।