দু’টি ছবিতে লুকিয়ে রয়েছে তিনটি পার্থক্য! খুঁজে বার করতে হবে মাত্র ২৫ সেকেন্ডে, আপনি কি পারবেন?

ধাঁধা
ছবিঃ timesnowhindi . com

সোশ্যাল মিডিয়ায় আজকাল শুধু বিনোদনই দেয় না বরং মনের অনুশীলনও করে। এই ধরনের সুযোগের গুরুত্ব আরও বেড়ে যায়, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হচ্ছে, যেখানে একদল বানর দেখা যাচ্ছে। এই ছবিগুলো দেখতে এত মিল থাকা সত্ত্বেও, ছবিতে তিনটি লুকানো পার্থক্য রয়েছে। আর এই তিনটি পার্থক্য আপনাকে খুঁজে বের করতে হবে।

এই চ্যালেঞ্জের জন্য সময় দেওয়া হয়েছে ২৫ সেকেন্ড। ছবিতে এই পার্থক্যে খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। আপনি যদি খুঁজে পান তাহলে আপনার জিনিয়াস।

আপনি কি খুঁজে পেলেন? যদি না পান, হতাশ হবেন না। আমরা আপনাকে খুঁজে পেতে সাহায্য করবো নীচের ছবির মাধ্যমে। ছবিতে লাল চিহ্নটাই আপনার প্রশ্নের উত্তর।

 

ধাঁধা
ছবিঃ timesnowhindi . com

সুত্রঃ www . timesnowhindi . com/viral/optical-illusion-puzzle-test-can-you-spot-three-differences-in-this-monkey-group-photo-article-151344798