সোশ্যাল মিডিয়ায় নেই কোন ছবি! তবে কি সত্যি বিচ্ছেদের মুখে পায়েল-দ্বৈপায়ন?

পায়েল-দ্বৈপায়ন

টেলিপাড়ায় ভাঙা-গড়ার গল্প লেগেই থাকে। প্রায়দিনই ইন্ডাস্ট্রিতে বিচ্ছেদের খবর সামনে আসে। এবার সেই তালিকায় রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি পায়েল দে এবং দ্বৈপায়ন দাস। দুজনই ধারাবাহিক জগতে বেশ পরিচিত মুখ। অনেকগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন পায়েল- দ্বৈপায়ন।

দীর্ঘ ১২ বছরের বৈবাহিক সম্পর্ক এই তারকা জুটির। এক পুত্র সন্তানও রয়েছে। সন্তানকে নিয়ে ভালোই সংসার করছিলেন তারা। কিন্তু এবারে সেই সম্পর্কেই নাকি ফাটল। পর্দায় অভিনয় ছাড়াও ব্লগিংএ প্রায়শই তাদের জীবনের খুঁটিনাটি সকলের সাথে ভাগ করে নেন পায়েল- দ্বৈপায়ন।

কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সন্দেহ বাড়ছে দর্শকদের। বেশ কিছুদিন ধরেই দ্বৈপায়নকে ব্লগ ভিডিও বানাতে দেখা যাচ্ছে। নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। আর সেইসব ভিডিও পোস্টও করছেন নিজের একাউন্ট থেকে। কিন্তু অভিনেতার সাথে দেখা যাচ্ছে না স্ত্রী পায়েলকে।

পায়েল-দ্বৈপায়ন

তাহলেই এভাবেই কি বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিতে চাইছেন দ্বৈপায়ন? এমনকি ২০২৪ এর এপ্রিলের পর থেকে তাদের দুজনের একসঙ্গে কোনো ছবিও আর দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়।

আর সেই থেকেই দর্শক মনে সন্দেহ আরও প্রবল হয়, তাহলে কি সত্যি দুজনের মধ্যে সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যদিও বিবাহ বিচ্ছেদ নিয়ে পায়েল কিংবা দ্বৈপায়ন কেউই এখনো এই বিষয়ে মুখ খোলেননি।

Previous articleশ্রীমদ্ভগবদ গীতা পাঠ মন্ত্র জপ করলেই পুণ্য ফল লাভ
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।