‘অনেক সিরিয়াল আছে টিআরপি খারাপ, কই সেগুলো তো বন্ধ হচ্ছে না’?, মাত্র তিন মাসেই ‘বৌমা একঘর’ বন্ধ হওয়ায় ক্ষোভপ্রকাশ অভিনেত্রী চৈতি ঘোষালের

বৌমা একঘর

শুরু থেকেই টিআরপি কম, তাই মাত্র তিন মাসেই বন্ধ করে দেওয়া হল স্টার জলসার ‘বৌমা একঘর’ ধারাবাহিকটি। এর আগেও ‘বরণ’ ধারাবাহিকের ক্ষেত্রে একই চিত্র ফুটে উঠেছিল। নতুন ধারাবাহিক আসায় খুব কম সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ধারাবাহিক। সেই পুনরাবৃত্ত ঘটল ‘বৌমা একঘর’ ধারাবাহিকের ক্ষেত্রে। এই বিষয়ে tv9bangla-র কাছে মুখ খুলতে দেখা গেল সিরিয়ালের এক সদস্য চৈতি ঘোষালকে।

অভিনেত্রী চৈতি ঘোষাল এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। আচমকাই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার বাকি কলাকুশলীদের মতো তারও বেজায় মন খারাপ সঙ্গে আক্ষেপও।

অভিনেত্রী জানান, ‘রাতারাতি খবর আসে সিরিয়াল বন্ধ হওয়ার। এখন সর্বত্রে নেগেটিভিটি। তার মধ্যেও গল্পে কমেডি চলত। বেশ অন্যরকম ছিল গল্পটা। তাই অভিনয় করতে বেশ ভালো লাগছিল’।

অভিনেত্রী আরও জানান, “সত্যিই সিরিয়ালের টিআরপি কম ছিল। কিন্তু এরকম অনেক ধারাবাহিক আছে যেগুলোর টিআরপি খারাপ, কই সেগুলো তো বন্ধ হচ্ছে না? আমার এটা বড় প্রশ্ন কেন তাহলে বন্ধ হল? তবে পুরো সিদ্ধান্ত চ্যানেলের ছিল। নিশ্চয়ই কিছু ভাবনাচিন্তা করে করেছেন তারা”।

Source: tv9bangla . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here