“আপনাদের সাদা চোখে যেটা দেখছেন…গভীরে অনেক কারণ রয়েছে…”, সিরিয়াল ঘিরে দর্শকদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন জিতু

জিতু কমল

প্রতিবারের মত এবারেও জি বাংলার পক্ষ থেকে নিয়ে আসা হলো মাস জুড়ে শারদ সুরের নতুন ভিডিও। সম্প্রতি শারদ উৎসবের ভিডিওতে জি বাংলার ধারাবাহিকের নায়ক নায়িকারা উপস্থিত ছিলেন। এমনকি দিতিপ্রিয়াকে উপস্থিত থাকতে দেখা গেলেও থাকলেও সেই ভিডিওতে অনুপস্থিত ছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য ওরফে জিতু কমল।

জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যেকার সমস্যা যখন সবকিছু ঠিক হয়েই গেছে তাহলে কেন জুটি বেঁধে এলেন না তাঁরা? এমনটাই প্রশ্ন ওঠে দর্শকমনে। দর্শকের প্রশ্নের উত্তর দিতেই এবার মুখ খুললেন ছোটপর্দার আর্য।

সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জিতু লেখেন, “জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন, সেটার জন্য জি টিভিকে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইব না কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই। কাজটাই আমার কাছে হিরো বাকি সব হেরো।” (বাকিটা দর্শক বুঝে নেবেন)।

আচমকে কেন এমন বললেন জিতু? জিতুর এই পোষ্টের মাধ্যমে বেশ স্পষ্ট, তার অনুপস্থিতির পেছনে কোন গভীর কারণ রয়েছে। নাকি দিতিপ্রিয়ার সঙ্গে মতবিরোধ এখনও মেটেনি অভিনেতার? সবশেষে ‘হেরো’ বলে কাকেই বা কটাক্ষ করলেন জিতু? অভিনেতার পোস্টে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।