ছবিতে থাকা যুবককে দেখা যাচ্ছে তিনি কিন্তু বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা। আবার গায়কও বটে। ছবিতে তাকে দেখা যাচ্ছে তার তৎকালীন প্রেমিকার সঙ্গে। যদিও সে বর্তমানে অভিনেতার স্ত্রী। দেখুন তো চিনতে পারলেন কিনা?
ছবির এই যুবকটি হলেন শিলাজিৎ মজুমদার। অভিনেতার পরনে নীল টিশার্ট অন্যদিকে তার স্ত্রী ইলিনার পরনে নীল সিল্কের শাড়ি। ছবিটি পোস্ট করে এদিন শিলাজিৎ লেখেন,
‘অনেকদিন আগে। প্রায় পঁয়ত্রিশ বছরের পুরনো মুহূর্ত। ছবিটা খুব সম্ভবত পিঙ্কু তুলেছিল। পিঙ্কু নেই, ছবিটা থেকে গেছে।’ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি শিলাজিৎ এর গান মুগ্ধ করেছে বাংলার দর্শককে। একাধিক বাংলা ছবিতে হিট গান উপহার দিয়েছেন গায়ক।