চিনতে পারছেন এই ছোট্ট খুদেকে? ছবিতে থাকা খুদে বিনোদন দুনিয়ার হার্টথ্রব নায়ক

 অঙ্কুশ হাজরা

মাথায় টুপি, পরনে গোলাপি সোয়েটার, সঙ্গে লাল প্যান্ট, ছবিতে থাকা এই ছোট্ট খুদেকে চিনতে পারছেন? দেখে বোঝা যাচ্ছে যেন কোনও স্টুডিয়োয় তোলা হয়েছে এই ছবি। টলিপাড়ার এই চর্চিত নায়ক কিন্তু পর্দার একজন সুপারস্টার হিরো।

ছোটপর্দাতেই নয়, সিনেমাতেও সামনতালে কাজ করে দর্শকের মন ছুয়েছেন এই অভিনেতা। আসলে এই খুদের ব্য়ক্তিগত জীবন বরাবরই থেকেছে আলোচনায়। টলিপাড়ার জনপ্রিয় নায়িকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এই অভিনেতার।

সম্প্রতি নাকি অভিনেতার বিয়ে নিয়ে জোরদার আলোচনা চলছে টলিপাড়ায়। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, কে ইনি? ছবিতে থাকা খুদে হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

নিজের ছোটবেলার ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, “তখনও সরল ছিলাম। আজও সরল।” টিভির পর্দায় একাদিক সিনেমায় অভিনয় দিয়ে দর্শকের মন ছুয়েছেন অভিনেতা। আগামী বছর গোড়ার দিকে মুক্তি পাবে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। । নতুন ছবিতে এই জুটি দর্শকের কতটা নজর কাড়ে সেটাই দেখার।

 অঙ্কুশ হাজরা