সম্প্রতি সম্পন্ন হয়েছে ২০২৫ সালের সারেগামাপা ফাইনালের শুটিং। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের প্রোমো প্রকাশিত হয়েছে চ্যানেলের তরফ থেকে। তবে পর্দায় তা প্রচারের আগেই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম। তবে কি করে এমনটা হল তা নিয়ে কৌতুহল জেগেছে দর্শকমহলে।
২০১৫ সালে সারেগামাপা শোয়ের প্রাক্তন বিজয়ী ছিলেন সৌম্য সরকার। শুটিংয়ের পরপরই ফেসবুকে বিজয়ীদের নাম প্রকাশ করে বিতর্কের মুখে সৌম্য। গ্র্যান্ড ফিনালের প্রোমো অনুযায়ী, চূড়ান্ত পর্বে আরাত্রিকা সিনহা, অনিক জানা এবং অতনু মিশ্রকে শীর্ষ প্রথম তিন প্রতিযোগী হিসেবে দেখানো হয়েছে।
তবে সম্প্রতি এই শোয়ের নিখুঁত জাজমেন্টের প্রশংসা করার পাশাপাশি বিজয়ীদের নামও উল্লেখ করে দেন সৌম্য। যা নতুন করে আরও এক বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি তার পোস্ট দেখে জানা যাচ্ছে এই সিজনে দুজন বিজয়ী হবেন।
সৌম্যের এমন পোস্টে অনেকেই মনে করছেন বিজয়ীদের নাম প্রকাশে গ্র্যান্ড ফিনালের চমক নষ্ট হয়ে যাচ্ছে। কারোর মতে ফাইনালের আগেই বিজয়ীদের নাম প্রকাশ করা তো ঠিক নয়। দর্শকের সমালোচনার জেরেই ফেসবুক থেকে সৌম্য তার পোস্টটি মুছে ফেলেছেন। তবুও এখনও শোয়ের চূড়ান্ত পর্ব সম্প্রচারের অপেক্ষায় দর্শক।