ফের বাজবে বিয়ের সানাই! এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী তৃষা কৃষ্ণন

ফের বিয়ের সানাই চলচ্চিত্র জগতে। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। যিনি একাধিক তামিল ও তেলুগু সিনেমায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।

এক নামী সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর বাবা-মা ইতিমধ্যেই তার জন্য পাত্র পছন্দ করে ফেলেছেন। তৃষা কৃষ্ণনের হবু বর একজন ব্যবসায়ী। বাড়ি থেকেই দেখা ছেলের সঙ্গেই সাত পাক ঘুরবেন অভিনেত্রী।

তবে অভিনেত্রীর পক্ষ থেকে অফিশিয়ালি কিছু ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

অভিনেত্রী তৃষা কৃষ্ণন

প্রসঙ্গত, ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।