অপেক্ষার অবসান! বিরতি কাটিয়ে ফের বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা রায়

 শ্রীপর্ণা রায়

দীর্ঘ এক বছর পর ছোটপর্দায় কামব্যাক করছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়। যিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। বিয়ের পর তাকে আর অভিনয় জগতে দেখা যায়নি। গত এক বছর চুটিয়ে দাম্পত্য জীবন উপভোগ করছিলেন অভিনেত্রী। মাঝে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন শ্রীপর্ণা।

এবার বাংলা ধারাবাহিকে ফেরার সুখবর নিজেই এক সংবাদমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন শ্রীপর্ণা। অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের হাত ধরেই ফিরবেন তিনি।

আজকাল ডট ইনকে অভিনেত্রী জানিয়েছেন, ‘১২ বছর পরপর কাজ পাওয়া তিনি নিজেকে লাকি মনে করেন। কাজের পিছনে কখনও তাকে দৌড়াতে হয়নি। ইন্ডাস্ট্রি এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ভালবাসাই প্রাপ্তি। তাই এই কয়েক মাসে কাজে বিরতি রেখে চুটিয়ে সংসার করলেও মাঝেমধ্যে যে মন খারাপও হয়েছে তাঁর।

অভিনেত্রী আরও জানান, ‘আমি যখন যেটা করি মন দিয়ে করি, যে দায়িত্ব নিই সেটা পূরণ করি। তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই ফিরছি।’

প্রসঙ্গত, গাঁটছড়া ধারাবাহিকে শেষবারের মতো দেখা মিলেছে শ্রীপর্ণার। এর আগে একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।