অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ের কথা মনে আছে? একসময় টিভির পর্দায় এই মিষ্টি গোলগাল মেয়েটি দর্শকের মন কেড়েছিল। বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে প্রশংসিত হয়েছিল এই মেয়েটি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালে পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং মনু মুখার্জীর মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করেছিলেন। এছাড়াও ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এরপর এই মেয়েটিকে পর্দায় দেখা যায়নি। ‘রানু পেল লটারি’ ধারাবাহিক শেষ হয়েছে প্রায়ই আড়াই বছর কেটে গিয়েছে। তবে এর মাঝে জি-বাংলার ‘রান্নঘর’, ‘দিদি নং ১’-এ তাঁকে দেখে দর্শক আন্দাজ করেছিলেন সম্ভবত তিনি আবার কামব্যাক করছেন। অনুরাগীদের সেই জল্পনা এবার সত্যি হল। হ্যাঁ, আবার নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন ‘রানু পেল লটারি’র খ্যাত অভিনেত্রী বিজয়লক্ষ্মী।
তবে ছোটপর্দায় কোনও নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন না বরং নতুন যাত্রায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজে ডেবিউ করলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। ‘হইচই’ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের চতুর্থ সিজনে অভিনয় করবেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই উত্তেজিত তিনি।