নতুন বছরে শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। সদ্য শুরু হয়েছে স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক। এরপর সামনে এলো আরও এক ধারাবাহিকের সময়। যা দেখে হতবাক দর্শক।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এর প্রোমো অনেকদিন আগেই টিভির পর্দায় প্রকাশ পেয়েছে। কিন্তু কোন সময়ে আসছে এই ধারাবাহিক চ্যানেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। যা নিয়ে এতদিন দর্শকের কৌতূহল ছিল। অবশেষে সামনে এলো সেই সময়।
আগামী ৬ ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে ৬ টার স্লটে আসতে চলেছে নতুন ধারবাহিক ‘বালিঝড়’। ঠিক যেই সময় নবাব-নন্দিনী সম্প্রচারিত হয়। অর্থাৎ নবাব-নন্দিনী ধারাবাহিককে সরিয়ে আনা হচ্ছে ‘বালিঝড়’কে। তাহলে কি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। অফিশিয়ালি এখনো ঘোষণা হয়নি। তবে টিআরপি কম থাকায় মাত্র ৮ মাসে ধারাবাহিক বন্ধ করে দিতে পারেন চ্যানেল কর্তৃপক্ষ।