দর্শকের প্রিয় বাংলা সিরিয়ালের মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’। জি-বাংলার এই মেগা ধারাবাহিক বাংলা টেলিভিশন পর্দা থেকে বিদায় নিলেও এখনো সেই রেশ কাটিয়ে উঠতে পারেননি সিরিয়ালপ্রেমীরা।
নিম ফুলের মধুর প্রতিটি সদস্যকে দর্শক ভীষণভাবে মিস করেন। আচমকাই তাদের একসঙ্গে দেখে খুশি হয়ে গেলেন অনুরাগীরা। বিশেষ করে সৃজন আর রুবেলকে একসাথে দেখে চোখ জুড়লেন তাদের ভক্তরা।
সম্প্রতি জি-বাংলার তরফ থেকে আয়োজন করা হল ২৫ বছরের পথচলার গ্র্যান্ড পার্টি। জি-বাংলার ২৫ বছর পূর্তিতে হাজির ছিল জি সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা। আমন্ত্রিত ছিল নিম ফুলের মধুর টিম।
আর এই দিন সৃজন-পর্ণা-কৃষ্ণা-অখিলেশ সকলে একসঙ্গে মিলে একফ্রেমে বন্দী হলেন। এদিন ওয়েস্টার্ন পোশাকে দেখা মিলল পর্ণা থুড়ি পল্লবীর। অভিনেত্রী তনুশ্রী গোস্বামী সমস্ত ছবি শেয়ার করে নেন নিজের ইনস্টাগ্রাম পেজে।
View this post on Instagram