তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করার। সেই মতেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা বৃহস্পতিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অনুমোদন করেছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে একজন শিক্ষার্থী চাইলে উচ্চতর পড়াশোনা জন্য ১০ লক্ষ ঋণ গ্রহণ করতে পারবেন। চাকরি পাওয়ার পর সেই ঋণ ১৫ বছর সময় ধরে পরিশোধ করার সুযোগ পাবেন।
নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই কার্ডের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত বৈধতা থাকবে। ক্রেডিট কার্ডের গ্যারান্টার থাকবে সরকার।