টেলিভিশনের পর্দায় কিছু এমন অভিনেতা অভিনেত্রী আছে যারা খুব স্বল্প সময়ে টিভির পর্দায় এসেই দর্শকের মন জয় করে নিয়েছে। সেরকমই একটি চরিত্র হল ‘জোয়ার ভাঁটা’র ‘ভানু’। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা রোনক খান কে।
ভালো অভিনয় কখনই চরিত্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না তা বারবার প্রমান করেছে রোনক খান অভিনীত ‘ভানু’ চরিত্রটি। সম্প্রতি মাকে সঙ্গে নিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে উপস্থিত ছিলেন রোনক।
রোনকের মা নাকি প্রতিদিন নিয়ম করে দেখেন ‘দিদি নাম্বার ওয়ান’। তাই মায়ের স্বপ্নপূরণ করতেই এই অনুষ্ঠানে মায়ের সাথে অংশ নিয়েছিলেন রোনক। অভিনেতা জানিয়েছেন, মায়ের আনন্দই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
রোনক বলেন, “এই অনুষ্ঠানে আসাটা আমার মায়ের জন্যই। মা প্রতিদিনই দেখেন এই অনুষ্ঠান, তাই ভাবলাম একবার ওনাকেও এই অভিজ্ঞতা দিই।”
অনুষ্ঠানের সম্প্রচারের আগে নিজের সোশ্যাল মিডিয়া পেজে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন রোনক। ক্যাপশনে লেখেন, “আমায় দিদি no 1 এর মত এক বিখ্যাত শো এ আমন্ত্রণ জানানোর জন্য,তাও আবার মা এর সাথে। আমি নিমেষে হ্যাঁ বলেছিলাম কারণ এটা আমার চেয়ে বেশি আমার মায়ের প্রাপ্য। এখনো যখন কনকনে শীতের ভোরে বাড়ি থেকে বেরোয় কলকাতার ট্রেন ধরার জন্য ,আর কেউ থাকুক না থাকুক মাকে দেখি শেষ অব্দি দাঁড়িয়ে চেয়ে থাকতে.. লাভ ইউ মা। সম্ভবত এটাই মায়ের সঙ্গে আমার প্রথম ছবি আপলোড। এটা আমার জীবনের এক বিশেষ জয়।”
রোনক আরও লেখেন, ‘জোয়ার ভাঁটা’ যে এত কম সময়ে আমাকে এত কিছু দেবে, ভাবিনি। ‘ভানু’ চরিত্রের জন্য কৃতজ্ঞ আমার পরিচালক ও সহ-অভিনেতাদের প্রতি।
ইতিমধ্যেই ধারাবাহিকে শ্রুতি দাসের সঙ্গে ভানু’র অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। নিজের কেরিয়ারের এই পর্যায়ে এসে রোনক মনে করেন, চরিত্র যত ছোটই হোক, কাজের প্রতি নিষ্ঠা থাকলে তা দর্শকের মনে দাগ কাটতে পারে।
শেষে রোনক বলেন, “যখনই কাজে বেরোই, দেখি মা দরজায় দাঁড়িয়ে থাকেন। ওনার আশীর্বাদই আমার শক্তি।” মায়ের প্রতি রোনকের শ্রদ্ধা দেখে আপ্লুত দর্শকমহল।
Instagram-এ এই পোস্টটি দেখুন

