স্বপ্ন পূরণ, আইআইটি খড়্গপুরে পড়ার সুযোগ পেল বাঁকুড়ার ফেরিওয়ালার ছেলে

বাঁকুড়ার ফেরিওয়ালার ছেলে

বাঁকুড়া জেলার শালতোড়ার এক প্রত্যন্ত পাবড়া, সেখানকার বাসিন্দা ছোটন কর্মকার। বাবা কানাই কর্মকার পেশায় একজন ফেরিওয়ালা। মা, বাবা, দাদা আর ছোটন মিলে ৪ জনের সংসার, নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা। সংসারের হাল ধরতেই ফেরিওয়ালার কাজ নেন ছোটন।

ছোটনের স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। কিন্তু দারিদ্রতার জন্য তাকে ঘুরে ঘুরে ফেরি করতে হয়। কিন্তু যার মনের জোর অসীম দারিদ্রতা কি তাকে আটকে রাখতে পারে? হাজার সমস্যার মধ্যেও ছোটনের লক্ষ্য স্থির ছিল, তার মনের জোর ছিল একদিন তার স্বপ্ন পূরণ হবে।

আজ এই ছেলেটি আইআইটি খড়্গপুরে ছাত্র। হ্যাঁ, স্বপ্ন পূরণ হয়েছে বাঁকুড়ার ফেরিওয়ালার ছেলে ছোটনের। IIT Kharagpur-এ পড়ার সুযোগ পেয়েছে সে। বৃহস্পতিবারই সন্ধেবেলা আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে পৌঁছান তিনি। তার এই সাফল্যে গর্বিত তার বাবা-মা। যদিও এনাদের ঠিক জানা নেই IIT ঠিক কী? প্রতিবেশী, আত্মীয়-স্বজন কেউ ভাবতে পারেনি ছোটন এই জায়গায় যেতে পারবে। এই মুহূর্তে ছোটনের লক্ষ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here