‘নিম ফুলের মধু’ সিরিয়ালের ইশা ওরফে তনয়া মুখার্জির বোন জি-বাংলার জনপ্রিয় অভিনেত্রী, জানেন কে?

তনয়া মুখার্জি

বাংলা টেলিভিশন পর্দায় এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা বাস্তবে দুই বোন। অনেকের কাছে সেটা অজানা। যেমন জি-বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে খলনায়িকা ইশা ওরফে অভিনেত্রী তনয়া মুখার্জি।

তনয়া মুখার্জি নিম ফুলের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে। দাপুটে খলনায়িকা হিসাবে পরিচিত দর্শকের কাছে। তবে জানেন কি অভিনেত্রী বাস্তবে রয়েছে এক বোন, তিনিও জি-বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিকের খলনায়িকা। কে জানেন?

তিনি হল অভিনেত্রী শ্রীতমা মুখার্জি। যিনি পরিণীতা সিরিয়ালে দাপুটে খল নায়িকার ভূমিকা অভিনয় করছেন। রায়ান এবং পারুলের সম্পর্ক ভাঙতে কলকাঠি নাড়ছে।

তনয়া মুখার্জি

শ্রীতমা আর তনয়া দুজনে বাস্তবে বোন। দুই জনেই খলনায়িকার ভূমিকায় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন।

তনয়া মুখার্জি