সিরিয়াল প্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ! অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল বাংলা সিরিয়ালের শুটিং। শুধু সিরিয়াল নয়, বন্ধ পুরো টেলি ইন্ডাস্ট্রির শুটিং। আজ ২৯ শে জুলাই থেকে সব শুটিং ফ্লোর বন্ধ করা হল। ফের কবে কলাকুশলীরা আবার ফ্লোরে ফিরবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
পরিচালকদের সমস্যার সমাধান যতদিন না হচ্ছে ততদিন বন্ধ থাকবে শুটিং। শনিবার সন্ধ্যেতে ফেডারেশন তরফ থেকে জানানো হয়েছে তার তাদের সিধান্তে অনড়। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এসভিএফ-এর একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল কিন্তু ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেদিন সেখানে উপস্থিত হয়নি। যার দরুন উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পীদের অপমানিত হতে হয়। এই ‘অপমানে’ এগিয়ে এসেছেন বহু পরিচালক। তারা জানিয়েছেন, যদি রাহুলে সসম্মানে পরিচালকের পদে টেকনিশিয়ানরা না গ্রহণ করে তবে সোমবার থেকে ছবির সেটে যাবেন না তাঁরা। আর এই সমস্যার মীমাংসা যতদিন না হচ্ছে ততদিন বাংলা ভাষার কোনও শুটিং হবে না।
তাই আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ করে দেওয়া হল। সেক্ষেত্রে বাংলা ধারাবাহিকগুলির ব্যাংকিং যতটুকু করা রয়েছে ততদিন পর্দায় সম্প্রচার হবে।