আচমকাই বন্ধ সুদীপার রান্নাঘরের শুটিং! ‘বাধ্য হয়েই…’, মুখ খুললেন সঞ্চালিকা

সুদীপা

জি-বাংলার ‘রান্নাঘর’ শোয়ের হাত ধরে সঞ্চালক হিসাবে পরিচিতি পেয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। তার হাত ধরেই রান্নাঘর জনপ্রিয়তা লাভ করে। যদিও পরবর্তীকালে সেই শো থেকে তিনি বাদ পরেছিলেন।

জি-বাংলার ‘রান্নাঘর’ থেকে বাদ পড়ার পর অভিনেত্রী ইউটিউব চ্যানেল খোলেন আর সেখানে রান্নার শো নিয়ে আসেন। নাম রাখেন ‘সুদীপা’র রান্নাঘর’। সেই শো অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে বেশ কিছুদিন ধরে সুদীপার রান্নাঘরের কোনও এপিসোড আসছে না। যার জন্য চিন্তায় ছিলেন ভক্তরা। অনেকেই মনে করেছিলেন তাহলে কি সুদীপার রান্নাঘর বন্ধ হয়ে গেল?

তেমনটা নয়, আসলে তার রান্নাঘরের শুটিং বন্ধ রাখতে হয়েছে। আচমকাই বন্ধ করতে হয় অভিনেত্রীকে। লাইভে এসে নিজেই তার কারণ জানিয়েছেন অভিনেত্রী। আসলে গত দুর্গাপুজোর সময়ে ঠাকুর বরণ করতে গিয়ে পায়ে চোট পান। দিওয়ালির সময়ে একটা মোড়ায় উঠে আলো লাগাতে পরে যান তিনি। সেই ব্যাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। চিকিৎসার অধীনে রয়েছে তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না। যার জন্য শুটিং বন্ধ করতে হয়েছে বাধ্য হয়েই। তবে সুদীপা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই আবার রান্নাঘরের শুটিং শুরু করবেন তিনি।