জি-বাংলার ‘মুকুট’ ধারাবাহিকের কথা মনে আছে? এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া এবং অভিনেতা অর্ঘ্য মিত্র। দুর্ভাগ্যবশত এই ধারাবাহিক টিভির পর্দায় সাফল্য পেটে ব্যর্থ ছিল। মাত্র ৬ মাসেই বন্ধ হয়ে যায় এই মেগা।
তবে ‘মুকুট’ ধারাবাহিকের পর এবার আরও নতুন মেগায় দেখা যাবে অর্ঘ্যকে। তবে এবার আর নায়কের চরিত্রে নয়, একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করবেন। সান বাংলায় নতুন ধারাবাহিক ‘শোলক সারি’তে দেখা যাবে তাকে। যার মুখ্য চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল আর সুকন্যা।
অভিনেতা অর্ঘ্য মিত্র মুকুট ছাড়াও আমার মা, সুন্দরী, দেবী-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।