২০ বছর এগিয়ে গেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গল্প। টিআরপি পড়তেই নির্মাতাদের নতুন সিদ্ধান্ত। বড় হয়ে গেল সৃজন-পর্ণার মেয়ে পুঁটি। ধারাবাহিকের নতুন প্রোমো এখন দর্শকমহলে চর্চায়।
সবচেয়ে মূল আকর্ষণ পর্ণার মেয়ে পুঁটি। আর এই চরিত্রে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এন্ট্রি নিল অভিনেত্রী সোমু সরকার। যিনি স্টার জলসার ‘গোধূলি আলাপ’ এবং জি-বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে কাজ করেছেন।
সোমুকে পুঁটি’র বড় চরিত্রে দেখে বেশ অবাক হয়েছেন দর্শক। যাই হোক এবার আসা যাক নিম ফুলের মধু’র নতুন গল্পের দিকে। ধারাবাহিক লিপ নেওয়ার পর দেখানো হচ্ছে আলোকপর্ণার জ্যাঠশ্বশুর মারা গেছেন। হারিয়ে গেছে সৃজন। পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে। স্বামীকে হারিয়ে অবসাদে সে। অন্যদিকে এদিকে দত্তবাড়ি পুলিশ এসে হাজির। এক ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছে। যাকে দেখতে অনেকটা সৃজনের মতো। এদিকে পুলিশকে পর্ণা কথা দেয় সে ক্রিমিনালকে খুঁজে বার করবে। এবার ধারাবাহিকের নতুন গল্প কীভাবে এগোবে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শক।