নতুন রেকর্ড! এবার জাতীয় স্তরে নজির গড়ল শ্রুতি দাসের অভিনীত ধারাবাহিক

শ্রুতি

দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে শ্রুতি- আরাত্রিকা যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও।

এবার ধারাবাহিক হুরে আরও একটা সুখবর। সম্প্রতি সমাজ মাধ্যমে সেই সুখবর ভাগ করে নিলেন পর্দার নিশা ওরফে শ্রুতি দাস। ধারাবাহিককে এতটাই ভালোবাসা দিয়েছেন দর্শক যে এবার জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকের ওড়িয়া রিমেক আসতে চলেছে টিভির পর্দায়। প্রায় এক বছর পর নতুন সিরিয়াল আনছে জি সার্থক। আর সেখানেই “জোয়ার ভাঁটা” এর ওড়িয়া রিমেক “কিছু সত্য কিছু মিথ্যা” টাইটেল নিয়ে আসছে এই ধারাবাহিক।

গত এক বছরে চ্যানেলে কোনো নতুন সিরিয়াল নিয়ে আসে নি। এবার তাদের ভাগ্যরেখা সিরিয়ালটি শেষ হবে। বাংলার মতো জি সার্থকও রাত ৯ টায় ভাগ্যরেখাকে রিপ্লেস করে এই জোয়ার ভাঁটার রিমেকটি আনবে। বলাই বাহুল্য এই সিরিয়ালটিও যে জি সার্থকের একটা বিগেস্ট হিট শো হবে তেমনটাই আশা রাখছে চ্যানেল কর্তৃপক্ষ।