২০২৩ এর নভেম্বরেই পথ চলা শুরু হয়েছিল স্টারজলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’র। দেখতে দেখতে প্রায় দেড় বছরের বেশি সময় পার করে ফেলেছে এই ধারাবাহিক। আজ বৃহস্পতিবার, হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় মেগার শেষ দিনের শ্যুটিং। প্রকাশ্যে এলো শেষ দিনের নানা মুহূর্তের ছবি।
শ্যুটিংয়ের শেষ দিনে ভালোবাসা ভরে দিলেন অনুরাগীরা। শ্যুটিংয়ের শেষ দিনে মন খারাপ কলাকুশলীদের। সম্প্রতি ধারাবাহিকে ‘ম্যাহেক’ চরিত্রে অভিনীত কৌশিকী পাল শেষ মুহুর্তের কিছু ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
প্রথম ভিডিয়োতে দেখা যায় লাইট ক্যামেরার ভিড়ে শ্যট দিচ্ছে কৌশিকী। এরপর উঠে আসে পর্দার ম্যাহেকের গয়নার বাক্সের ছবি। এমনকি ‘গীতা এলএলবি’র পুরো টিমের ছবিও দেখা যায় পোস্টে।
পর্দার নায়িকা ‘গীতা’ ওরফে হিয়া মুখোপাধ্যায় এবং নায়ক ‘স্বস্তিক’ ওরফে কুনাল শীল-সহ ধারাবাহিকের বাকি কলাকুশলীদের মুখে হাসি দেখা গেলেও এতদিনের পথচলা শেষে কিছুটা মন খারাপ রয়েই যায়।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আর এটাই শেষ! এটাই সম্ভবত শেষ দৃশ্য শ্যুট করা হচ্ছে, কিন্তু গল্পটা বেঁচে থাকবে। আমাদের হৃদয়ের এক টুকরো রেখে যাচ্ছি, কিন্তু এই চ্যাপ্টারের জন্য অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দাদা @bluesproductions, আমার উপর বিশ্বাস রাখার জন্য। এই টিমের অংশ হতে পেরে আমি সম্মানিত (গীতা এলএল.বি)।’
অভিনেত্রীর পোস্ট সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের। কমেন্টে একজন লেখেন, ‘প্লিজ যেও না। ভীষণ মিস করব তোমাদের।’ আর একজন লেখেন, ‘আমি মনে রাখব গীতা এল এল বি সিরিয়ালটা। কী সুন্দর গল্প।
View this post on Instagram