এই মুহূর্তে প্রশ্নের মুখে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ তা বলার অপেক্ষা রাখে না। গণনায় অনুযায়ী, টিআরপি টপে থাকা ধারাবাহিকের চেয়েও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারবাহিকের জনপ্রিয়তা বেশি সোশ্যাল মিডিয়ায়।
প্রায় তিন মাস ধরে চলতে থাকা নায়ক-নায়িকার বিতর্ক, দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেওয়া থেকে নতুন নায়িকার এন্ট্রি, কোনও কিছুই এই ধারবাহিকের জনপ্রিয়তা কমাতে পারেনি। প্রথমদিনের মতোই আজও এই ধারাবাহিক রয়েছে সমতুল্য খ্যাতিতে। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন কমেছে এই ধারাবাহিকের রেটিং? ফের আরও একবার ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।
এবার দর্শকমহলে গুঞ্জন খুব তাড়াতাড়ি নাকি বন্ধের মুখে চিরদিনই তুমি যে আমার। দর্শকের দাবি, একের পর এক নতুন ধারাবাহিকের আগমনে এসভিএফ প্রোডাকশন ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণাই করা হয়নি চ্যানেলের তরফে। সূত্রের খবর, আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পড়ে ধারাবাহিক বন্ধের খবর। যা নিয়ে রীতিমত চিন্তার ভাঁজ দর্শকের কপালে।
সম্প্রতি এই ধারাবাহিকের প্রানভোমরা জিতু কমল দর্শকের ভালোবাসায় আর্য চরিত্রের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, “আজ,আর্য সিংহ রায়কে নিয়ে সমস্ত পোস্ট শেয়ার করতে ইচ্ছা করল। জানি না কেন! ক্রমশ প্রকাশ্য। থেকে যাক টাইমলাইনে।”
অভিনেতার পোস্ট থেকেই জল্পনা আরও তুঙ্গে। তবে কি সত্যি বন্ধ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার। জল্পনা যদি সত্যি হয় তাহলে বলাই বাহুল্য, গোটা জেনারেশনের মন ভাঙতে চলেছে।

