নতুন দুই ধারাবাহিকের আগমনে জনপ্রিয় বাংলা ধারাবাহিকগুলিকে স্লট ছাড়তে হল। উমা ও আয় তবে সহচরীর যেমন টাইম স্লটে চেঞ্জ হল রিমলি, কৃষ্ণকলির।
১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন দুই ধারাবাহিক উমা এবং সহচরী। জি বাংলার কৃষ্ণকলির জায়গা দখল করে নিয়েছে উমা। অন্যদিকে স্টার জলসায় আয় তবে সহচরী কেড়েছে শ্রী কৃষ্ণ ভক্ত মীরার জায়গা! তবে আপাতত পুরনো ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হচ্ছে না।
এতদিন জি বাংলাতে সন্ধ্যে ৭-৭.৩০ টার স্লটে সম্প্রচারিত হতো কৃষ্ণকলি। তবে উমার আগমনে কৃষ্ণকলিকে সন্ধ্যে ৬-৬.৩০ এর স্লটে নিয়ে আসা হল। এতে ধারাবাহিকের টিআরপিতে কোনও প্রভাব পড়ে কিনা, সেটাই দেখার।
এদিকে টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ার দরুন শ্রী কৃষ্ণ ভক্ত মীরাকে সরিয়ে দেওয়া হলো রাতের স্লটে। মাত্র এক মাসের মাথাতেই দেবাদৃতা বসুর মীরাকে রাত ৯ টার স্লট থেকে সরিয়ে রাত ১১তে নিয়ে যাওয়া হয়েছে। এবার থেকে রাত ৯ টার স্লটে, জি বাংলার সর্বজয়ার সঙ্গে টেক্কা দেবে স্টার জলসার আয় তবে সহচরী।
এদিকে আবার কৃষ্ণকলি, রিমলির স্লট ছিনিয়ে নিয়েছে। রিমলিকে আর সন্ধ্যে ৬টার স্লটে দেখানো হচ্ছে না বরং রিমলি সম্প্রচারিত হচ্ছে রাত সাড়ে ১১টা নাগাদ।
বন্ধ হয়ে যাচ্ছে ধ্রুবতারা। ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই বন্ধ হয়েছে। অতএব রাত সাড়ে ১১টার স্লটে আর কানাঘোষা শোনা যাচ্ছে, ধ্রুবতারার মতো রিমলিও আর মাত্র কিছুদিনের অতিথি।