প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ফের উলটপুরান। গত সপ্তাহে আর্য-অপর্না জুটি ছক্কা হাকালেও চলতি সপ্তাহে ‘চিরদিনই তুমি যে আমার’ কে টপকে সেরার সেরা মুকুট ছিনিয়ে নিল পারুল-রায়ান জুটি। ৬.৯ নম্বর পেয়ে বেঙ্গল টপার জি-বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক।
গতবার প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেও এবারে ৬.৩ নম্বর পেয়ে চলতি সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে পরশুরাম। একই স্থানে রয়েছে জগদ্ধাত্রীও। ৬.৬ নম্বর পেয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থান দখল করল ‘চিরদিনই তুমি যে আমার’। এদিকে রণিতা দাস
চলতি সপ্তাহে ৬.৯ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘পরিণীতা ’। ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল ‘চিরদিনই তুমি যে আমার’। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৬.৫। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরশুরাম’, প্রাপ্ত নম্বর ৬.৩ এবং ৬.১ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি’ ধারাবাহিক।
প্রথম – পরিণীতা (৬.৯)
দ্বিতীয় – চিরদিনই তুমি যে আমার (৬.৬)
তৃতীয় – ফুলকি ( ৬.৫)
চতুর্থ – জগদ্ধাত্রী, পরশুরাম (৬.৩)
পঞ্চম – রাঙামতি (৬.১)
ষষ্ঠ – আমাদের দাদামণি (৬.০)
সপ্তম –রাজরাজেশ্বরী রাণী ভবানী । ও মোর দরদিয়া (৫.৮)
অষ্টম – জোয়ার ভাঁটা (৫.৭)
নবম – লক্ষ্মী ঝাঁপি । তুই আমার হিরো (৫.১)
দশম – চিরসখা (৪.৯)