অবশেষে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এসে গেল বহু প্রতীক্ষিত ট্র্যাক। ধারাবাহিকের মূল আকর্ষণ আর্য-অপর্ণার প্রেম কাহিনী। শুরু থেকে এই দিনটার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে এগিয়ে আসছে সেই দিন।
আর্য-অপর্ণা’র প্রোমোতে ছিল বড় চমক। অপর্ণার মধ্যেই ফিরে এলো রাজনন্দিনী। বিয়েতে সাত পাক ঘোরার সময় আচমকাই নিজের মধ্যে রাজনন্দিনীকে দেখতে পায় অপর্ণা। আর তারপরেই অজ্ঞান হয়ে যায় সে। দর্শক ভেবেছিল হয়তো শেষ পর্যন্ত বিয়েটা হবে না। কিন্তু প্রোমোর শেষে সিঁদুরদানের দৃশ্য দেখে আনন্দে মেতেছে সিরিয়ালপ্রেমীরা।
আর্য-অপর্ণা’র বিয়ের প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। আর্যের সাথে নতুন অপর্ণাকে দারুণ মানিয়েছে এমনটাই জানিয়েছেন তারা। মাত্র ১ দিনেই তিন মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে এই প্রোমো। বোঝাই যাচ্ছে নতুন নায়িকা আসায় জনপ্রিয়তা আরও বাড়ছে এই মেগার।
তবে অধিকাংশ দর্শক আর্য-অপর্ণার এরকম সাদামাটা বিয়েতে অখুশি। প্রযোজনা সংস্থার কাছে তারা গ্র্যান্ড ওয়েডিংয়ের অনুরোধ জানিয়েছেন। এবার দেখার বিষয় দর্শকের সেই অনুরোধ রাখবেন কিনা চ্যানেল।

