রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়কে কম-বেশি সকলেই চেনেন। রান্নাঘর শেষ হয়ে গেলেও সুদীপা লাইমলাইটে রয়েছে। নিজের কাজের জন্য মাঝেমধ্যেই ট্রোলড হয়ে থাকেন। অনেকেই বলে থাকেন তার ভীষণ অহংকার।
কখনো ছেলের সোনার পৈতে দেখিয়ে তো আবার ডেলিভারি বয়দের অপমান করে, মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হন তিনি। আবারও শিরোনামে উঠে এলেন তিনি। তবে এবারের বিষয়টা একটু আলাদা। এটি তার শাড়ির ব্যবসার সঙ্গে সম্পর্কিত।
অনেকেই হয়তো জানেন, সুদীপা তার ফেসবুক দিয়ে লাইভ করে শাড়ির ব্যবসা করেন। কিছুদিন আগে বাংলাদেশি ঢাকাই শাড়ির ছবি পোস্ট করেন। আর এই শাড়ির দাম দেখে সকলের চক্ষুচড়ক গাছ।
সুদীপা শাড়ি পোস্ট করে দাম লেখেন, মাত্র ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ টাকা। আর এই শাড়ির দাম শুনে কটাক্ষ শুরু করেন নেটিজেনরা। সুদীপা লেখেন, ‘ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কটা বাকি রয়ে গেছে। যদি কারও পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরিজিন্যাল ঢাকাই। ১৪০ থ্রেড কাউন্টের শাড়ি। প্রতিটা শাড়ির দাম নিচে লেখা আছে।’
এক নেটিজেন লিখেছেন, “মশলাপাতি হাঁড়িকড়াই নিয়েই তো ভালো ছিলেন, আবার এসব শাড়ি বিজনেস করতে গেলেন কেন! এইরকম দামে শাড়ি বেচার মতো ফেসভ্যালু আপনার নেই।” আরেক নেটিজেন লিখেছেন, “কিনবে নাকি? খুব কম দামে দিচ্ছে গো।” আবার এক নেটিজেন লিখেছেন, “ধুর আপনি কি আমাদের এতোই গরিব ভাবেন নাকি।। এতো কম দামি শাড়ী আমরা পড়ি না।। এর থেকে বেশি দাম এর কিছু থাকলে দেখান।”