টলিউড ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তা যেন আরও দিন দিন বাড়ছে। নতুন নতুন গল্পের ভিড়ে কয়েক মাস যেতে না যেতেই পর্দা থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। এবার সেই তালিকায় শোনা যাচ্ছে স্টার জলসার আরেক ধারাবাহিকের নাম। ধারাবাহিক শুরুর পরই বড় পরিবর্তন এনেও সম্ভবত শেষ রক্ষা হল না।
এখনও তিন মাস সম্পূর্ণ হয়নি, খুব শীঘ্রই শেষের পথে স্টার জলসার ‘বুলেট সরোজিনী’। ৫ মে থেকে স্টার জলসায় শুরু হয় ‘বুলেট সরোজিনী’। নতুন জুটিকে পছন্দ করলেও টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক।
যদিও এই মুহূর্তে চ্যানেল বা প্রযোজনা সংস্থা এই বিষয়ে নিশ্চিত কোনও খবর দেননি। এমনকী ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের কাছেও পৌঁছেছে সেই খবর, তবে নিশ্চিত করেননি কেউই। শেষ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, আবার হঠাৎ করে শেষ না করে সময়ও বদলে দেওয়া হতে পারে ধারাবাহিকের।