কপাল পুড়ল! ৪ বছরের মাথায় আচমকাই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা ধারাবাহিক, অবাক দর্শক

অনুরাগের ছোঁয়া

জলসার পর্দায় দারুণ খবর। অবশেষে স্লট পেল খড়ি-ঋদ্ধি জুটি। অনেকদিন আগেই এসেছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকের প্রোমো। এবার দর্শকের চাহিদায় কবে থেকে পর্দায় আসছে এলা-গোরা?

১ জানুয়ারি থেকে রাত সাড়ে ৯টায় সম্প্রচার হবে ‘মিলন হবে কতদিনে’। স্টার জলসার তরফ থেকে প্রোমো শেয়ার করতেই কপালে হাত দর্শকের। তারমানে এবার বিদায়ের পালা ‘অনুরাগের ছোঁয়া’র।

এতে যদিও দর্শকের খুব বেশি মন খারাপ হয়নি। ২০২২ সালের ৭ ফেরুয়ারি থেকে পথচলা শুরু হয় সূর্য-দীপার গল্প। সূর্য ও দীপার চরিত্র এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, দেখতে দেখতে সাড়ে তিন বছর রমরমিয়ে পার করে ফেলেছে এই মেগা।

তবে দর্শকের কাছেও এই মেগা খানিকটা একঘেয়েমি এনে দিয়েছে। অনুরাগের ছোঁয়া’র শেষ হতে চলেছে খবর সামনে আসতেই একজন অনুরাগী কমেন্টে লিখলেন, ‘থ্যাঙ্ক গড এতদিনে শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া’। আরেকজন লিখলেন, ‘সত্যি বলতে আর কোনো গল্প ছিল না’!

অনুরাগের ছোঁয়া

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলবে দুই চ্যানেলের ধারাবাহিকের। জি বাংলার ‘কনে দেখা আলো’-র মুখোমুখি হবে ‘মিলন হবে কতদিনে’।

Previous articleমিশকা অতীত! এবার নতুন রুপে নতুন সিরিয়ালে ফিরছেন অহনা দত্ত
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।