
শিরিন-জিতুর জুটি ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে। বর্তমানে এক সপ্তাহ জুড়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। পরিবারকে সাক্ষী রেখে অপর্ণাকে ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দেবে আর্য।
এদিকে আজ অপর্ণার পরিবারের সামনে চলে আসবে আর্যের আসল পরিচয়। আর্য আগের বিয়ের রহস্য ফাঁস হবে। তবে অপর্ণা সব ঘটনা জেনে মেনে নিয়েছে আর্যকে। দুজনে তাদের পরিবারকে কীভাবে মানাবে সেটাই বড় প্রশ্নের।
এসবের মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি খবর শোনা যাচ্ছে। আর্য আর অপর্ণার বিয়ের পর এবার আসছে রাজনন্দিনীর গল্প। আর্যের আগের স্ত্রী রাজনন্দিনীর ফ্ল্যাশব্যাক আগেই সিরিয়ালে দেখেছেন দর্শক। তবে সেই চরিত্রে কোনও মুখ সামনে আনা হয়নি।
রাজনন্দিনী র চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকের মনে। এদিকে শোনা যাচ্ছে, রাজনন্দিনীর চরিত্রে বাংলার সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রীকে পছন্দ করছেন নির্মাতারা। কে তিনি?

তিনি হলেন অভিনেত্রী পায়েল দে। পায়েল ছোটপর্দার জনপ্রিয় মুখ। কিছুদিন আগে তার ধারাবাহিক শেষ হয়েছে। আর তারমধ্যেই কানাঘুষো রাজনন্দিনী চরিত্রে পায়েল দে’কে কাস্ট করা হতে পারে। যদিও এখন কিছু চূড়ান্ত হয়নি।
