সোনালী যুগের কিংবদন্তি আর নেই! সাত সকালেই প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, দীর্ঘদিন লড়াই শেষ

অভিনেতা ইলিয়াস জাভেদ

দীর্ঘদিন লড়াই শেষ, সাত সকালেই প্রয়াত সোনালী যুগের বাংলা সিনেমার  কিংবদন্তি তথা জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। ক্যান্সারের সাথে দীর্ঘদিনের লড়াই শেষ। তার মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। জাভেদের মৃত্যর খবর নিশ্চিত করেছেন তাঁর চিত্রনায়িকা স্ত্রী ডলি চৌধুরী।

প্রথম আলোকে সংবাদমাধ্যমকে আজ সকালে জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তাঁর চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান শোক প্রকাশ করে জানিয়েছেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি।  জানা গেছে, ক্যানসারের পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন। জীবদ্দশায় তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।”

১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু হয় জাভেদের। তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

সূত্রঃ প্রথম আলো