
৫ ই মে টিভির পর্দায় শুরু হয়েছে বুলেট সরোজিনী। যার মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী দিয়া বসু এবং অভিনেতা অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। এবার এই ধারাবাহিকে এন্ত্রি নিতে চলেছে এক নতুন চরিত্র।
এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর পর্দায় ফিরছেন এক জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা গুহ। যিনি এর আগে ‘বধুয়া’ এবং ‘চিনি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
আজকালকে দেওয়া সাক্ষাৎকারে অলকানন্দা জানিয়েছেন, ‘ ‘বধুয়া’ এবং ‘চিনি’ ধারাবাহিকে আমার চরিত্রের নাম তিথি। তাঁর বিপরীতে দেখা যাবে ভিকি নন্দীকে। দু’জনের মধ্যে একটি মিষ্টি মজার প্রেমের সম্পর্ক দেখতে পাবেন দর্শকেরা।’ নতুন কাজ নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী।