কপালে টিপ, পরনে ফ্রক! ছবিতে থাকা এই ছোট্ট খুদে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, চিনতে পারছেন?

শ্রুতি দাস

ছবিতে থাকা এই ছোট্ট খুদেকে চিনতে পারছেন? কপালে টিপ, পরনে নীল-সাদা ফ্রক পরা এই একরত্তি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। যিনি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। একটা সময়ের গায়ের রঙ নিয়ে একাধিক কটাক্ষের সন্মুখিন হয়েও আজ পর্দার সফল অভিনেত্রী ছবিতে থাকা এই খুদে।

এখনও চিনতে পারলেন না তো? ইনি হলেন অভিনেত্রী শ্রুতি দাস। যাকে এই মুহুর্তে দর্শক ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে ‘নিশা’ চরিত্রে দেখছেন। ত্রিনয়নি ধারাবাহিকের হাত ধরে পথচলা শুরু। প্রথম ধারাবাহিকেই দুর্দান্ত অভিনয়ে দর্শকের নজর কেড়েছিলেন শ্রুতি।

‘রাঙ্গা বউ’ ধারাবাহিকে পাখি চরিত্রেও ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর নিশা চরিত্রটিও  দারুণ প্রশংসা পাচ্ছে দর্শক মহলে। ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দাতেও কাজ সেরেছেন  শ্রুতি দাস।

শ্রুতি দাস