মাত্র ৪৪ বছরেই থামল জীবন, প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

অভিনেতা অভিনয়

মাত্র ৪৪ বছর বয়সে সব শেষ। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরে গুরুতর লিভারের অসুখে ভুগছিলেন অভিনেতা। দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। ১০ নভেম্বর, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিল অভিনেতা অভিনয়।

অভিনয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। বেশ কিছু দিন ধরেই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনয়। অন্যদিকে তার চিকিৎসা এতটাই ব্যয়বহুল ছিল যার কারনে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য আবেদনও করেছিলেন অভিনয়। চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

হঠাৎই স্বাস্থ্যের অবনতি হওয়ায় অভিনয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবু শেষ রক্ষা হলো না। এই মুহুর্তে চেন্নাইয়ের বাড়িতে রাখা আছে অভিনয়ের মরদেহ। পরিবারের কেউ না থাকায় অভিনেতার শেষকৃত্যের কাজ করবেন নাদিগার সংগম (অভিনেতাদের সংগঠন)।

অভিনয় তাঁর কর্মজীবন শুরু করেন ‘থুল্লুভাধো ইলামাই’ সিনেমায় সুপারস্টার ধনুশের সঙ্গে অভিনয় করে। অভিনয়ের ঝুলিতে রযেছে ১৫টিরও বেশি তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্র। সেই সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন। ভয়েস ডাবিংয়েও ছিলেন দারুণ পারদর্শী ছিলে অভিনয়।

অভিনেতা অভিনয়