স্টার জলসার নতুন ভাবে শুরু হয়েছে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ের নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেত্রী তিয়াসা রায় আর নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদারকে।
এই মেগার প্রথম অধ্যায় পর্দায় হিট ছিল। এবার দেখার বিষয় দ্বিতীয় অধ্যায় দর্শকের মন জয় করতে পারে কিনা? তবে ধারাবাহিকে খুব শীঘ্রই দ্বিতীয় নায়কের এন্ট্রি হতে চলেছে।
অভিনেত্রী স্বস্তিকার বিপরীতে দেখা যাচ্ছে রাহুলকে। তবে এবার তিয়াসার নায়ক আনতে চলেছেন নির্মাতারা। সূত্রের খবর অনুরাগের ছোঁয়া’য় তিয়াসার নায়কের চরিত্রে দেখা মিলতে পারে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। যিনি আজও দর্শকের কাছে মিঠাই ধারাবাহিকে সোম হিসাবে সবচেয়ে বেশি চর্চিত।
মিঠাই ছাড়াও ধ্রুব একাধিক মেগা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এবার দেখার বিষয় তিয়াসা এবং ধ্রুবজ্যোতি র জুটি পর্দায় জনপ্রিয়তা অর্জন করতে পারে কিনা?