জি-বাংলার জনপ্রিয় মেগা হিট নিম ফুলের মধু। নিত্য নতুন চমকের কারণে শুরু থেকেই জনপ্রয়তা পেয়ে এসেছে এই ধারাবাহিক। যার কারণে বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা টিআরপি তালিকাতেও প্রথম স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক।
গল্পে সংসারিক কুট কাচালি থাকলেও রয়েছে পরিবারের একতা। আর শুরু থেকেই নজর কেড়েছেন দত্ত বাড়ির ছোট বৌমা পর্ণা। পরিস্থিতি যেমনই হোক সবরকম বিপদের হাত থেকে নিজের পরিবারকে আগলে রেখেছে সে। আর তার পাশে থেকেছে তার ননদ বর্ষা। মা, দাদা, গোটা পরিবারের বিরুদ্ধে গিয়েও বর্ষা কখনই সঙ্গ ছাড়েনি নিজের বৌদিভাইয়ের।
ধারাবাহিকে বর্ষার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য। সম্প্রতি অভিনেত্রী হাজির হয়েছিলেন জি বাংলার হিট রিয়ালিটি শো দিদি নম্বর ১ এর মঞ্চে। আর সেখানেই জানিয়েছেন নিজের পড়াশোনা, ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা।
ছোটবেলায় পাঠভবন থেকে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে প্রেসিডেন্সি কলেজ থেকে পারফমিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন শৈলী। বাবা- মায়ের একমাত্র আদুরে মেয়ে তিনি।
অভিনেত্রীর কথায়, শিল্প চর্চার বিষয়টা পরিবারে আগে থেকেই ছিল। মাত্র ৬ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন পর্দার বর্ষা। তবে নিম ফুলের মধুই ছোটপর্দায় তার প্রথম ব্রেক। বর্ষার ভুমিকায় অভিনয় করে শুরু থেকেই দর্শকের নজর কেড়েছেন তিনি।
অন্যদিকে শোয়ের সঞ্চালিকা রচনা শৈলীকে জিজ্ঞাসা করেন, জীবনে কি মনের মানুষ এসেছে? মুখে একগাল হাসি নিয়েই জানিয়েছেন, হ্যাঁ এসেছে। তবে সে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়।