“যার সঙ্গে আমি বড় হয়েছি…”, বরের জন্মদিনে আদুরে পোস্ট কৌশিকির

কৌশিকী চক্রবর্তী

গানের জগতে পরিচিত নাম অজয় চক্রবর্তী কন্যা কৌশিকী চক্রবর্তী। গায়িকা গানের গলা যেমন মধুর তেমনই মিষ্টি মুখের হাসি। দীর্ঘ ২১ বছর কেয়িরার, সংসার, সন্তান সবটা একা হাতে সামাল দিয়ে এগিয়ে চলেছেন গায়িকা। আর গায়িকার এই স্বপ্নপূরণের সঙ্গী হলেন তার স্বামী পার্থসারথি দেশিকান। শুক্রবার ছিল গায়িকার জীবনে সেই বিশেষ মানুষটির জন্মদিন।

কৌশিকি-পার্থসারথি ছেলেবেলার বন্ধু, একসঙ্গে বেড়ে ওঠা, সঙ্গীতশিক্ষা তাদের। ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। তারপর কেটেছে ২১ বছর। তাদের একমাত্র ছেলে ঋষিত।

বরের জন্মদিনে দেশের বাইরে কৌশিকি। সুইৎজারল্য়ান্ড থেকে আদুরে ছবি পোস্ট করেছেন গায়িকা। ছবিতে দেখা যাচ্ছে নীল জলরাশির সামনে বউয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে পার্থসারথি।

পোস্টের ক্যাপশনে কৌশিকি লেখে, ‘শুভ জন্মদিন আমার সবচেয়ে পুরোনো বন্ধু, আমার জীবনসঙ্গী, যাঁর সঙ্গে আমি বড় হয়েছি। সুখী থাকুন, সুস্থ থাকুন আর আর্শীবাদধন্য় থাকুন। অনেক ভালোবাসা, চলো সারা দুনিয়াটা একসঙ্গে ঘুরি’।

স্বামী প্রসঙ্গে কোন এক সাক্ষাৎকারে কৌশিকি বলেছিলেন, ‘আমার তখন দুই বা তিন বছর, আর ওর আট। তখন থেকে দেখছি দুজন দু’জনকে, ঠিক কবে প্রেম হয়েছে মনেও পড়ে না।’