“আমি যাকে একমাত্র বন্ধু ভেবেছি সে আমার মতো আরও ১০ জনকে বন্ধু ভেবেছে…”, বিস্ফোরক মন্তব্য নবনীতা মালাকারের

নবনীতা মালাকার

টেলিভিশনের পরিচিত মুখ নবনীতা মালাকার। একটা সময় পরিবার সামলে কাজের দুনিয়ায় নিজের জায়গা পাকা করতে হয়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবনে ছিল নানা ওঠা-পড়া।

দুই বছর আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনে বিশেষ একজন মানুষের উপস্থিতির কথা জানিয়েছিলেন নবনীতা। অভিনেত্রীর পরিবারই পছন্দ করে ঠিক করেছিলেন তাঁর হবু বর সুমিত মিত্রকে। নবনীতা তখন বলেছিলেন, ‘এতদিন একা-একা ছিলাম। মা-বাবাও আর নিতে পারছে না। মানুষটা খুব ভালো, খুব ভাল বন্ধু। সবটাই অ্যারেঞ্জড।’

তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর মুখে শোনা গেল সম্পূর্ণ আলাদা রকম সুর। কারোর নাম না উল্লেখ করেই নবনীতা বলেন, “আমি তাকে একমাত্র বন্ধু ভাবলেও সে আমার মত আরও ১০ জনকে বন্ধু ভেবেছে।”

অভিনেত্রীর এই মন্তব্য কি হবু বর সুমিত মিত্রকে ঘিরে নাকি অন্য কাউকে খোঁচা মেরেই কথাটি বলেছেন তিনি। একটা সময় গুঞ্জন রটেছিল অভিনেতা সায়ক চক্রবর্তীর সাথে সম্পর্কে জড়িয়েছেন নবনীতা। তবে এখন আর সেভাবে একসাথে দেখা যায় না তাদের। সায়কের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই।

তাহলে কি এই বার্তা সায়কের প্রসঙ্গেই ছিল অভিনেত্রীর? তবে সম্পর্কে বিশ্বাসের জায়গায় কোথাও যে টান পড়েছে তা অভিনেত্রীর কথায় বেশ স্পষ্ট।