ফের অঘটন! এক লাফে নম্বর কমে গেল ‘নিম ফুলের মধু’র, বাজিমাত করল মিঠিঝোরা

ছ

বাংলা ধারাবাহিকের টিআরপিতে ফের ওলট পালট। হেরে গেল নিম ফুলের মধু আর ফুলকি। এক লাফে নম্বর কমে দ্বিতীয় নম্বরে নেমে গেল নিম ফুলের মধু। অন্যদিকে চলতি সপ্তাহে এক লাফে নম্বর বাড়িয়ে টিআরপির টপার স্থানে উঠে এলো ‘গীতা এলএল বি ‘ ধারাবাহিক।

চলতি সপ্তহে নবম স্থানে উঠে এল ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। গত সপ্তাহে ধারাবাহিকের টিআরপির নম্বরের তুলনায় এক সপ্তাহে নম্বর বেড়েছে। অন্যদিকে  দশের ঘরে জায়গা দখল করে নিল ডায়মন্ড দিদি জিন্দাবাদ।

চলতি সপ্তহে টিআরপির প্রথম স্থানে রয়েছে গীতা LLB, তার প্রাপ্ত নম্বর ৭.০। এবং ৬.৮ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘ফুলকি’ আর ‘নিম ফুলের মধু’। ৬.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার কথা ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে উড়ান, তার প্রাপ্ত নম্বর ৬.৫। পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে আর জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৬.৪।

প্রথম – গীতা LLB (৭.০)

দ্বিতীয় – ফুলকি । নিম ফুলের মধু (৬.৮)

তৃতীয় – কথা (৬.৬)

চতুর্থ – উড়ান (৬.৫)

পঞ্চম – কোন গোপনেমন ভেসেছে । জগদ্ধাত্রী (৬.৪)

ষষ্ঠ – শুভ বিবাহ (৬.৩)

সপ্তম  – রোশনাই (৬.০)

অষ্টম – বঁধূয়া (৫.৭)

নবম  – মিঠিঝোরা (৫.৬)

দশম –  ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)