এক লাফে নম্বর বাড়ল ‘অনুরাগের ছোঁয়া’র, বাজিমাত করল নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ আর আনন্দী

নতুন ধারাবাহিক

পুজোর সমাবেশেও সিরিয়ালপ্রেমী মানুষরা কিন্তু প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকে টিআরপির তালিকায় কার কততম স্থান তা জানার জন্য। কারণ টিআরপির উপর নির্ভর করে বাংলা ধারাবাহিকের অস্তিত্ব। গতসপ্তাহে টিআরপি তালিকায় কে করল বাজিমাত, কেই বা পিছিয়ে পড়ল সপ্তাহিক যুদ্ধে?

এবারও বাংলার টপার স্থান ‘ফুলকি’ ও ‘কথা’ ধারাবাহিকের দখলে। এমনকি সদ্য শুরু হওয়া ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘আনন্দী’ ও টক্কর দিচ্ছে একে অপরকে। ৫.৮ রেটিং পেয়ে ধরে রেখেছে নিজের জন্য ষষ্ঠ স্থান। পাশাপাশি জি আর জলসার মধ্যেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রীর সঙ্গে, স্টার জলসার গীতা এলএলবি। অন্যদিকে গল্পে নতুন মর আসলেও তিন নম্বরে নেমে আসল নিম ফুলের মধু।

গত সপ্তাহে ‘শুভ বিবাহ’-এর টিআরপি এক ধাক্কায় অনেকটা কমে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে প্রতীক সেনের ‘উড়ান’ও ‘কোন গোপনে মন ভেসেছে’ রয়েছে চতুর্থ স্থানে। টিআরপির সপ্তম স্থান দখল করে রাখল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক।

প্রথম –  ফুলকি । কথা (৭.১)

দ্বিতীয় –  জগদ্ধাত্রী । গীতা এলএলবি (৭.০)

তৃতীয় – নিম ফুলের মধু (৬.৬)

চতুর্থ –  উড়ান । কোন গোপনে মন ভেসেছে (৬.৪)

পঞ্চম –  শুভ বিবাহ (৬.৩)

ষষ্ঠ –  রাঙামতি তীরন্দাজ (৫.৮)

সপ্তম –  অনুরাগের ছোঁয়া (৫.৭)

অষ্টম – আনন্দী (৫.৪)

নবম –  তেঁতুলপাতা (৫.২)

দশম –  ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২)