এই সপ্তাহে চলে এলো বাংলা ধারবাহিকের টিআরপি। যার উপর নির্ভর করে থাকে সিরিয়ালের অস্তিত্বের। কোন সিরিয়াল থাকা বা না থাকা, পুরোটাই নির্ভর করে এর উপর। চলতি সপ্তাহে কিন্তু প্রথম স্থানে থাকলেও এক লাফে নম্বর অনেকটাই কমে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। এর একমাত্র কারণ সূর্য-দীপার ভুল বোঝাবুঝির একঘেয়ে গল্প।
০.৩ নম্বর কমে ৮.৭ রেটিং নিয়ে এবার বাংলার টপার স্থান ধরে রাখল অনুরাগের ছোঁয়া। অন্যদিকে এই সপ্তাহে বাজিমাত করেছে ‘হরগৌরী পাইস হোটেল। নবম স্থানে চলে এসেছে এই ধারাবাহিক। এমনকি স্লট লিডও করেছে। এদিকে স্টার জলসার নতুন ধারাবাহিক মেয়েবেলাও নিজের খেল দেখিয়েছে। নবম স্থান থেকে একেবারে সপ্তম স্থানে উঠে এলো এই ধারাবাহিক। আশা করা যাচ্ছে, আগামীদিনে এক থেকে পাঁচের মধ্যে স্থান করে নেবে মৌ-ডোডো’র রসায়ন।
৮.০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, ৭.৫ রেটিং পেয়ে তৃতীয় স্থানে খেলনা বাড়ি, ৭.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো এবং নিম ফুলের মধু এবং রাঙা বউ রয়েছে পঞ্চম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬.৭।
প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৭)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.০)
তৃতীয় – খেলনা বাড়ি (৭.৫)
চতুর্থ – গৌরী এলো । নিম ফুলের মধু (৭.৩)
পঞ্চম – রাঙা বউ (৬.৭)
ষষ্ঠ – পঞ্চমী (৬.৩)
সপ্তম – মেয়েবেলা (৬.১)
অষ্টম – সোহাগ জল (৬.০)
নবম – হরগৌরী পাইস হোটেল (৫.৯)
দশম – গাঁটছড়া । বাংলা মিডিয়াম (৫.৮)
বাকি সিরিয়ালের টিআরপি
মিঠাই (৫.৭)
আলতা ফড়িং (৪.২)
তোমার খোলা হাওয়া । ইচ্ছে পুতুল (৪.০)
মন দিতে চাই (৩.৬)
বালিঝড় (৩.৫)
মন দিতে চাই (৩.৪)
গোধূলি আলাপ (৩.২)
গুড্ডি (৩.১)