নতুন ধারাবাহিকে নায়ক সৌভিক, বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী

সৌভিক

আকাশ আট চ্যানেলে আসছে এক নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নাম এখনো প্রকাশ পায়নি। প্রোমো শুটিং হবে খুব শীঘ্রই। অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘প্রথম কদম ফুল’ গল্পকে কেন্দ্র করেই শুরু হচ্ছে ধারাবাহিকের গল্প।

এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর পর্দায় ফিরবেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ খ্যাত অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। যাকে শেষবারের মতো সান বাংলায় ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

তবে অভিনেতার বিপরীতে কে থাকছেন নায়িকা রুপে? সূত্রের খবর অনুযায়ী, সৌভিকের বিপরীতে থাকবেন অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়। যিনি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে নায়ক শঙ্করের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এই প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করবেন সৌমি।

সৌভিক