আসছে নতুন ধারাবাহিক ‘পিলু’, শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’?

পিলু

কিছুদিন আগেই সামনে এসেছিল জি-বাংলার আসন্ন ধারাবাহিক ‘পিলু’র প্রথম প্রোমো। এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরছেন ‘ওগো নিরুপমা’র খ্যাত অভিনেতা গৌরব রায় চৌধুরী। আর তার বিপরীতে রয়েছে ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী মেঘা দাও। অভিনয় জগতে এই প্রথম হাতেখড়ি মেঘার।

আসন্ন ধারাবাহিক ‘পিলু’র টাইম স্লট নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। কারণ নিয়ম অনুযায়ী নতুন ধারাবাহিকের আগমনে পুরনো ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে হয়। সমাপ্তি হয় TRP-র চার্টে তলিয়ে যাওয়া সিরিয়ালের। সেই নিয়ে দর্শকের মনে কৌতূহল ছিল।

অবশেষে ঘোষিত হল ‘পিলু’র সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ টা থেকে জি-বাংলায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘পিলু’। তাহলে কি ‘করুণাময়ী রাণী রাসমণি’ যাত্রা শেষ? কারণ সন্ধ্যা ৬.৩০ টা ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’ সম্প্রচারিত হয়। কেউ কেউ মনে করছে ১৫০০ পর্ব ছুঁয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক।  কারণ জুলাই মাসে ‘রানিমা’ দিতিপ্রিয়ার মৃত্যুর পর রামকৃষ্ণ ও মা সারদার গল্প দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় ধারাবাহিক। তখনই ঠিক করা হয়েছিল ১৫০০ পর্ব পার করে ইতি পড়বে সিরিয়ালে। এমনকি মা সারদা’ সন্দীপ্তা সেনও বলেছিলেন ৬ মাসের জন্যই তার শুটিং। এই মুহূর্তে ইতিমধ্যেই ১৪৯০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই ধারাবাহিক। সেক্ষেত্রে দেখতে গেলে ধারাবাহিকের যাত্রা এবার শেষ।

তবে তথ্য সূত্রের খবর টাইম স্লটও নাকি পরিবর্তন হতে পারে। কৃষ্ণকলি টাইম স্লটে আসতে পারে ‘করুণাময়ী রাণী রাসমণি’। যদি সত্যি তাই হয় সেক্ষেত্রে যাত্রা শেষ ‘কৃষ্ণকলি’র। যদিও এই ব্যাপারে চ্যানেলের তরফ থেকে কিছু বলা হয়নি। ‘করুণাময়ী রাণী রাসমণি’ নাকি ‘কৃষ্ণকলি’ যাত্রা শেষ, সেটাই দেখার পালা।

সূত্রঃ hindustantimes . com/entertainment/karunamoyee-rani-rashmoni-to-end-soon-zee-bangla-s-new-show-pilu-to-telecast-on-that-slot-31640055994102.html

3 Comments

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here