মাত্র এক সপ্তাহ হয়েছে জি-বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকটি প্রথমদিন দেখে অনেক দর্শক জানিয়েছেন তাদের পছন্দ হয়নি কনসেপ্ট। তবে দ্বিতীয় দিন থেকে দর্শকের প্রতিক্রিয়া একেবারেই চেঞ্জ। ধারাবাহিকের গল্প, নায়ক-নায়িকার অসাধারণ অভিনয় দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।
মাত্র এক সপ্তাহেই দর্শকের মনে জিতে নিয়েছে এই ধারাবাহিক। তাই তো প্রথম সপ্তাহেই টিআরপির তালিকায় বাজিমাত করল ‘নিম ফুলের মধু’। জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’-কে হারিয়ে স্লট লিডার হল পল্লবী শর্মার ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৭.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। এভাবে আগামীদিনে দর্শকের মন জয় করতে পারলে খুব শীঘ্রই বাংলার টপার হবে ‘নিম ফুলের মধু’।
প্রথম – জগদ্ধাত্রী । অনুরাগের ছোঁয়া (৮.২)
দ্বিতীয় – নিম ফুলের মধু (৭.৬)
তৃতীয় – আলতা ফড়িং (৭.৩)
চতুর্থ – ধুলোকণা (৭.০)
পঞ্চম – এক্কা দোক্কা । গৌরী এলো (৬.৯)
ষষ্ঠ – সাহেবের চিঠি । গাঁটছড়া । খেলনা বাড়ি । গৌরী এলো (৬.৮)
সপ্তম – মাধবীলতা । মিঠাই (৬.৬)
অষ্টম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
নবম- নবাব নন্দিনী (৬.০)
দশম- হরগৌরী পাইস হোটেল (৫.৪)