প্রথম প্রোমোতেই বাজিমাত! সম্প্রচারের আগেই দর্শকের মন ছুঁল নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’

বেশ করেছি প্রেম করেছি

কিছুদিন আগেই জানিয়েছিলাম, জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। ছোটপর্দায় এই ধরনের গল্প একেবারেই নতুন। পরিচালক স্নেহাশিষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন এর তরফে আসছে এই নতুন মেগায় জুটি বাধতে চলেছে ছোটপর্দার দুই চেনা মুখ।

ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কৌশিকী পাল ও রাজদীপ গোস্বামী কে। পর্দায় এই প্রথম জুটি বাধবে কৌশিকী-রাজদীপ। গল্পে রাজদীপকে দেখা যাবে ‘স্বয়ম’-এর চরিত্রে। অন্যদিকে কৌশিকীর চরিত্রের নাম ‘জুঁই’।সম্প্রতি প্রকাশ্যে এল ধারাবাভিকের নতুন প্রোমো।

প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে স্কুল ড্রেস পরে হুড খোলা গাড়িতে হাসি মুখে জুঁই। অন্যদিকে বাসের পা-দানিতে প্রায় ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে স্বয়ম। প্রথম দেখাতেই জুঁইের প্রেমে পড়ে স্বয়ম।

তার কিছু পরেই ক্লাসে শিক্ষকের সামনে জুঁইের হাত থেকে ফোন পড়ে যায়। আর তা দেখে শিক্ষক বিরক্ত হলে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে শাস্তি ভোগ করে স্বয়ম। এসবে মাঝেই শেষে জুঁই-স্বয়মকে একসাথে দেখে স্বয়মকে মাথায় আঘাত করে জুঁইের বাবা। গল্পে এই চরিত্রে দেখা মেলে ভরত কলের।

জানা গিয়েছে এই মেগাতে কেবল জুঁই-স্বয়মের প্রেম নয়, পাশাপাশি আগের প্রজন্মের প্রেমে গল্পও দেখানো হবে। বর্তমান সমাজের প্রেক্ষাপটে দুই প্রজন্মের প্রেমের সম্পর্ক নিয়েই জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’।

কৌশিকী কে এরআগে দর্শক দেখেছেন ‘গীতা এলএলবি’ তে ‘মেহেক’ এর চরিত্রে। অন্যদিকে রাজদীপকেও দেখা যাচ্ছে আনন্দি ধারাবাহিকে। ‘নিম ফুলের মধু’ তেও ‘পর্ণা’র ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ।