চপশিল্পের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

উড়ন তুবড়ি

জি-বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক আসছে। ফের আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। তিন বোনের গল্প নিয়ে টিভির পর্দায় হাজির হচ্ছে এই ধারাবাহিক। মিঠাই এর ‘মনোহরা’, লক্ষ্মী কাকিমার ‘ঘুগনি’ এখন অতীত। এবার বাংলা দর্শক মজতে চলেছে ‘চপশিল্পে’।

‘চপশিল্প’কে কেন্দ্র করে আসন্ন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র গল্প। ইতিমধ্যে চ্যানেলের তরফ থেকে সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এক মা এবং তিন মেয়ের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে গল্পে। মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী লাবনী সরকার এবং তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী ব্যানার্জি, সৌমি চ্যাটার্জী এবং সুকন্যা।

প্রোমোতে দেখা যাচ্ছে, তেলেভাজা বিক্রি করে সংসার চালান লাবনী ও তার পরিবার। তাদের তেলেভাজা বিক্রি করার জায়গায় একটি গাড়ি এসে দাঁড়ায়। সেটি সরানোর অনুরোধ জানাতে গিয়ে তুবড়ি দেখে গাড়ির ভিতরে তার বাবা। যেই বাবা নতুন বিয়ে করে পুরনো সংসার ছেড়ে দিয়েছেন। তুবড়ির ঠেলাগাড়িতে ধাক্কা মারে লাবনীর সতিন। লাবনী পড়ে গিয়ে মাথায় চোট পায়। মায়ের এই অবস্থা দেখে ইট ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙ্গে দেয় তুবড়ি। তার মুখে ডায়লগ শোনা যায়, ‘কালিপটকাও না, সে ফুলঝুরি ও না, সে হল তুবড়ি, একবার জ্বললে নেভে না’।

এই প্রোমো দেখে অনেকেই মজা করেছেন আবার অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছেন। ‘উড়ন তুবড়ি’র গল্পে মুখ্য চরিত্রে রয়েছে তুবড়ি। এই চরিত্রে অভিনয় করছেন ‘কী করে বলবো তোমায়’ সিরিয়ালে বাবলি ওরফে অভিনেত্রী সোহিনী ব্যানার্জি। তার বাবার চরিত্রে রয়েছেন অভিজিত্ গুহ। এবার দেখার অপেক্ষায় টিভির পর্দায় তুবড়ি কতটা সাফল্যে অর্জন করে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here