TRP-র তালিকায় প্রথম সপ্তাহেই বাজিমাত করলো নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’

বোধিসত্ত্বর বোধবুদ্ধি

সদ্য জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন রায়ান নামে এক মিষ্টি খুদে বালক। যার নাম বোধিসত্ত্ব। ছোট হলেও তাঁর বুদ্ধির কাছে হার মানতে বাধ্য বড়রা। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন বাদে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী সোনালি চৌধুরী।

আর পাঁচটা সিরিয়ালের চেয়ে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ গল্প একটু ভিন্ন স্বাদের। ছোট বোধি’র বুদ্ধির এবং মজার কান্ডকারখানা’কে কেন্দ্র করে তৈরি এই সিরিয়াল। ধারাবাহিক শুরু আগেই প্রোমো দেখে এই খুদের অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শক। শুরুর আগেই আন্দাজ করা গিয়েছিল দর্শকের মন জয় করতে পারবে এই ধারাবাহিক।

ধারাবাহিক শুরু পর থেকেই দর্শকমহলে প্রশংসা পাচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কিছু এপিসোডে সমাজের বাস্তব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যিই প্রশংসনীয়। তাই তো প্রথম সপ্তাহতেই টিআরপি’র তালিকায় বাজিমাত করল ছোট বোধি। এখনও পর্যন্ত ‘সাহেবের চিঠি’ এক থেকে দশের ঘরে জায়গা পায়নি। তবে প্রতীক সেনকে হারিয়ে প্রথম সপ্তাহেই সাত নম্বরে জায়গা করে নিল বোধিসত্ত্বর বোধবুদ্ধি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here